UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৫৩ শতাংশ

usharalodesk
নভেম্বর ২০, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৪ থেকে ১৮ নভেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা বৃদ্ধি পেয়েছে।

গত সপ্তাহে ডিএসই’র পিই রেশিও ছিল ১৮.৬৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৮.৭৪ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১১ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য মতে সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১২.২৫ পয়েন্টে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৩.৮৫ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.১৪ পয়েন্টে, বিবিধ খাতে ১৪.৭৪ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৪.৭৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৭.৭৭ পয়েন্টে, বিমা খাতে ২২.৩৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ২২.৯৮ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতে ২৮.৩১ পয়েন্টে, বস্ত্র খাতে ৩৫.৩৩ পয়েন্টে, চামড়া খাতে ৫০.৯৫ পয়েন্টে, পেপার খাতে ৫১.৭৩ পয়েন্টে, সিমেন্ট খাতে ৬১.৭২ পয়েন্টে, খাদ্য খাতে ৬৬.০৬ পয়েন্টে, আর্থিক খাতে ১৯৪.৯২ পয়েন্টে, সিরামিক খাতে ৯৫.৯৭ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে (-১২৭২.৯৫) পয়েন্টে এবং পাট খাতে পিই (-৩৩.৯৯) পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।

(ঊষার আলো-এফএসপি)