UsharAlo logo
শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাত পোহালেই খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

ঊষার আলো
এপ্রিল ১, ২০২১ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : রাত পোহালেই খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। বন্ধ হয়েছে নির্বাচনী প্রচারণার কার্যক্রম। এ নির্বাচনকে ঘিরে খুলনার ক্রীড়াঙ্গনে বিরাজ করছিল সাজসাজ রব।
আগামীকাল শুক্রবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা স্টেডিয়াম অভ্যন্তরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে দু’টি প্যানেলের ২৬টি পদে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে দু’টি প্যানেল থেকে লড়ছেন খুলনার ক্রীড়াঙ্গনের দুই হেভিওয়েট প্রার্থী।
দারা-শামীম-বাবলু-দোজা পরিষদ থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন এসএম মোয়াজ্জেম রশিদী দোজা। তিনি এর আগেও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনেও তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে বর্তমান সাধারণ সম্পাদকের সাথে ভোটের লড়াইয়ে টাই করেছিলেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থী হচ্ছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সহ-সভাপতি এড. সাইফুল ইসলাম। তিনি মনসুর-গোলাম-খোকন-সফিক-সাইফুল পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী। এছাড়াও তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি।
খুলনা জেলা ক্রীড়া সংস্থার মোট কাউন্সিলর (ভোটার) সংখ্যা ২২৪ জন।
নির্বাচনে ৪টি সহ-সভাপতি পদের বিপরীতে প্রার্থী ৮জন। সহ-সভাপতি পদের প্রার্থীরা হলেন আবুল মনসুর আজাদ, এসএম মোর্ত্তজা রশিদী দারা, মনিরুজ্জামান খোকন, কাজী শামীম আহসান, মামনুরা জাকির খুকুমনি, মোঃ গোলাম রহমান, মুস্তাফিজুর রহমান বাবলু ও সফিকুর রহমান। সংস্থার একটি অতিরিক্ত সাধারণ সম্পাদক পদের বিপরীতে প্রার্থী দুইজন। এরা হলেন মোঃ মোতালেব মিয়া ও শেখ হেমায়েত উাল্লাহ।
যুগ্ম-সাধারণ সম্পাদকের দুইটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন চারজন। এরা হলেন একরামুল কবীর মিল্টন, জিএম রেজাউল ইসলাম, মোঃ মোমতাজ আহম্মেদ তুহিন ও সুজন আহম্মেদ। কোষাধ্যক্ষের একটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন মোঃ ইউসুফ আলী ও হাসান জহীর মুকুল।
সংস্থায় সদস্য পদ রয়েছে ১৩টি। ১৩টি পদের বিপরীতে প্রর্থী ২৩ জন। সদস্য প্রার্থীরা হলেন অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, মোঃ বেলাল হোসেন, ইমতিয়াজ হোসেন পিলু, এস ওয়াহিদুর রহমান বাবু, ইনামুল কবীর মন্নু, কাজী নূর মোহাম্মদ, এসএম খালেদীন রশিদী সুকর্ন, জেডএ মাহমুদ ডন, নাজমুস সাদাত সিদ্দিকি সুমন, ফরহাদ নেওয়াজ সিমু, ফয়সাল আহমেদ পপা, মোঃ আব্দুস সালাম ঢালী, মোঃ আবুল হোসেন আবুল, মোঃ ইয়াসিন খান, মনোয়ার আলী মনু, তরিকুল ইসলাম, মোঃ খায়রুল এহসান মানিক, মোঃ মনিরুজ্জামান মহসিন, মোঃ নাজমুল ইসলাম, মোহাম্মদ আলী, মোাল্লা খায়রুল ইসলাম, শরীফ মোঃ বদরুজ্জামান মামুন ও শাহ আসিফ হোসেন রিংকু।
উপজেলার জন্য সংরক্ষিত দু’টি সদস্য পদের বিপরীতে প্রার্থী চারজন। এই চার প্রার্থী হচ্ছেন কেএম ইকবাল হোসেন, খান নজরুল ইসলাম, মোঃ সিয়াবুদ্দিন ফিরোজ বুলু ও জামিল আখতার লেলিন। মহিলাদের জন্য সংরক্ষিত দু’টি পদের বিপরীতেও তিন প্রার্থী হলেন, ফারহানা আহমেদ, শাহনাজ ফাতোমা আজাদ চৌধুরী মৌরি ও হালিমা ইসলাম।

(ঊষার আলো-এমএনএস)