UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভর্তুকি কয়েকগুণ বাড়লেও সারের দাম বাড়বে না- কৃষিমন্ত্রী

usharalodesk
নভেম্বর ২৪, ২০২১ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারের ক্ষেত্রে ভর্তুকি কয়েকগুণ বাড়লেও সারের দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটি জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বুধবার (২৪ নভেম্বর) সচিবালয়ে নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

ডিজেলের দাম বাড়ানোর প্রভাব কৃষিতে পড়বে কি না, সেক্ষেত্রে কৃষকদের সরকার কীভাবে সহায়তা করবে—জানতে চাইলে কৃষিমন্ত্রী জানান, প্রভাব তো অবশ্যই পড়বে। এটা অস্বীকারের কোনো উপায় নেই। আমাদের কৃষকরা নানা সমস্যায় জর্জরিত। পিক সিজনে ফসলের দাম পান না তারা। কৃষিপণ্য প্রসেসিংয়ের কথা আমরা বলছি, বাণিজ্যিকীকরণ কিংবা বিদেশে রপ্তানি বাজারে যেয়ে তারা যাতে ভাল দাম পায়, এগুলোর উদ্যোগ গ্রহণ করা।’

তিনি জানান, ‘এ বিষয়টার ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। আমরা একটা বিষয়ে নিশ্চয়তা দিতে চাই, যে সারের দাম আড়াইশ/২৩০/২৭০ ডলার ছিল, সেটি এখন ৮০০/৯০০ ডলার। ৪ গুণ বেড়েছে। আমরা সারে ৯শ কোটি টাকা দিই সাবসিডি (ভর্তুকি)। এবার মনে হয় ২০ হাজার কোটি টাকা দিতে হবে। প্রধানমন্ত্রী এখন পর্যন্ত বলেছেন, উনি সারের কোনো দাম বাড়াবেন না।’

 

(ঊষার আলো-আরএম)