UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর

koushikkln
নভেম্বর ২৭, ২০২১ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  ২৭ নভেম্বর (শনিবার) বেলা ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা প্রেসক্লাবের সাধারণ পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। সভায় খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২২ এর তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও অডিটর নিয়োগ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর-’২১ সন্ধ্যা ৭টা, সংশোধিত ভোটার তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর বিকাল ৪টা,  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টা, মনোনয়নপত্র বিলি ৫ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর (প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত), মনোনয়নপত্র দাখিল ৮ ডিসেম্বর বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং পরপর বাছাই, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টা, খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ ১০ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত, একই দিনে খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে শুনানী ও নিষ্পত্তি সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে, মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১২ ডিসেম্বর বিকেল ৫টা, বার্ষিক সাধারণ সভা ২৯ ডিসেম্বর বেলা ১১টা, বার্ষিক নির্বাচন ৩০ ডিসেম্বর-’২১, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ এবং পরপরই ভোট গণনাশেষে ফলাফল ঘোষণা করা হবে।