UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন ২২ জানুয়ারি

koushikkln
নভেম্বর ২৯, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২২ জানুয়ারি। এর আগে ৩০ ডিম্বেবরের মধ্যে জেলার ৫৮টি ইউনিয়ন এবং ১৫ জানুয়ারির মধ্যে ৯ উপজেলায় যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৯ নভেম্বর) খুলনা জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভার প্রধান অতিথি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন এই ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ সোহেল বলেন,বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরে শেখ হাসিনার নেতৃত্বে নানা অর্জনের মধ্যদিয়ে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামাজিক-অর্থনৈতিক কোন সুচকেই বাংলাদেশের অগ্রগতি এখন পৃথিবীর বিষ্ময়। শেখ সোহেল বলেন,‘হায়েনার দল মনে করেছিল, বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করলেই দেশের পক্ষে কথার বলার আর কোন লোক থাকবে না। কিন্তু তাদের সে লক্ষ্য পূরণ হয়নি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে দেশ। সারা দেশে রাস্তাঘাট নির্মাণ, বিদুৎ, পদ্মাসেতুসহ বিভিন্ন উন্নয়নে দৃশ্যপট পাল্টে যাচ্ছে।

ছবি : জেলা বর্ধিত সভায় শেখ সোহেল উদ্দিন – ঊষার আলো 

কোন ব্যক্তিতন্ত্র নয়,প্রতিটি স্তরে শেখ হাসিনার উন্নয়ন দর্শন প্রতিষ্ঠা করতে যুবলীগের সর্বোস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে শেখ সোহেল বলেন,তৃণমুল থেকে শীর্ষস্থানে স্বচ্ছ,পরিচ্ছন্ন ও মেধবী নেতৃত্ব গড়ে তুলতে হবে। কোন মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু বা বিতর্কিত ব্যক্তির যুবলীগে ঠাঁই হবেনা।

টাইগার গার্ডেন হোটেল অডিটরিয়ামে বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভপতি কামরুজ্জামান জামাল। সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য মৃনাল কান্তি জোয়াদ্দার,সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, অধ্যক্ষ নবী নেওয়াজ, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামিম আল সাইফুল সোহাগ, কেন্দ্রীয় নেতা কাজী সরোয়ার হোসেন, এ্যাড.নবিউজ্জামান বাবু, বাবলু রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য জিএম গফ্ফার হোসেন, রেজাউল করিম, চৈতি রানী বিশ্বাস, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস,এবিএম কামরুজ্জামান,আসাদুজ্জামান রিয়াজ,জলিল তালুকদার, উপজেলা যুবলীগ নেতা গোবিন্দ ঘোষ, শফিকুল ইসলাম, আনিসুর রহমান মুক্ত, গৌর পদ বাছাড়, অনুপম বিশ্বাস, শেখ মনিরুল ইসলাম, এসকে আলী ইয়াছিন, এফএম মফিজুর রহমান।

বিকেলে একই স্থানে খুলনা মহানগর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক শফিকুর রহমান পলাশের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

সোমবার রাত পৌনে নয়টায় টাইগার গার্ডেন হোটেল ইন্টাঃ এর অডিটোরিয়ামে নগর যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। এ সময় নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর যুগ্ম সম্পাদক ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সুব্রত পাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোয়ার্দার, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, নবী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক এ্যাড ড. শামীম আল সাইফুল সোহাগ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নবীরুজ্জামান বাবু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জি এম গফফার হোসেন, শেখ জসীম উদ্দিন, চৈতি রানী বিশ্বাষ, রেজাউল করীম, শেখ মারুফ, খুলনা মহানগর যুবলীগের সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী, এ্যাডঃ আল আমীন উকিল, শেখ মোহাম্মদ আলী, মেহেদী হাসান মোড়ল, মহিদুল ইসলাম মিলন, ইয়াসিন আরাফাত, রাশেদুজ্জামান রাশেদ, সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর যুবলীগের সদস্য কবীর পাঠান, খালিশপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন মিলন, খানজাহান আলীর থানা যুবলীগের আহবায়ক ও নগর যুবলীগের সদস্য এবং যোগীপল ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ২২ জানুয়ারী নগর ও জেলা যুবলীগের সম্মেলন তারীখ ঘোষনা করেন। এই সময়ের মধ্যে নগর যুবলীগের আওতাধীন ৩৬টি ওয়ার্ড ও ০৫টি থানার কমিটি পূর্নগঠনের নির্দেশ দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামীম, মনিরুজ্জামান সাগর, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাষ, নগর সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগের সদস্য কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হেসেন, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, অভিজি চক্রবর্তী দেবু, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহীম মার্শাল, জুয়েল হাসান দিপু, মশিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পালসহ ০৫ থানা ও ৩৬ ওয়ার্ড এর চার শতাধিক নেতাকর্মী।