শেখ বদর উদ্দিন : রাষ্ট্রায়ত্ত পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ি খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপ প্রদান করেছে। ঢাকা, খুলনা, যশোর, নরসিংদি, চিটাগং রাষ্ট্রয়ত্ব পাটকল কর্মচারী-কর্মকর্তাদের (অবসরকৃত) সকল পাওনা পরিশোধের দাবিতে রাষ্ট্রয়ত্ত পাটকল কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের উদ্যোগে সকল পাওনা পরিশোধ সহ ৩ দফা দাবি আদায়ের লক্ষে পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৫ ডিসেম্বর ) সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় খুলনার ৭ টি রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের কর্মচারী কর্মকর্তারা ( অবসরকৃত) ২০১৩ সালের ১ জুলাই হতে ২০২০ সালের ২৯ শে জুন পর্যন্ত কোন কর্মচারী কর্মকর্তারা মিলের পাওনাদী পায়নি । সরকার ২৯ শে জুন সকল রাষ্ট্রায়ত্ত্ব পাটকল ২০২০ সালের ৩০ শে জুন থেকে মিলগুলি বন্ধ ঘোষনা করার পর শ্রমিকদের অধিকাংশ টাকা পরিশোধ করা হলেও অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের কোন পাওনাদী পরিশোধ করা হয়নি। প্রধানমন্ত্রী শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের সকল টাকা পরিশোধ করার ঘোষনা দিলেও দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলের ২১’শ কর্মচারী-কর্মকর্তা বিজেএমসি’র কতিপয় কর্মকর্তাদের যোগসাজসে কোন পাওনা পরিশোধ করা হয়নি, ফলে অনেক কর্মচারী-কর্মকর্তা বিনা চিকিৎসায় অর্ধহারে অনাহারে মানবেতর যাপন করছে ।
এসময় উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের খুলনা অঞ্চলের আহবায়ক জাহাঙ্গির হোসেন, এস এম জাকির হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মনজুরুল করিম, মোঃ আবু জাফর, আঃ ওহাব, মোঃ হোসেন আলী, মোঃ দেলোয়ার উদ্দিন দিলু, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন, মোঃ আঃ আজিজ, মোঃ আঃ রশিদ প্রমুখ । স্বারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ বলেন অবিলম্বে কর্মচারী কর্মকর্তাদের সকল টাকা পাওনা পরিশোধ সহ ৩ দফা দাবি বাস্তবায়িত না হলে আগামি ৮ ডিসেম্বর খুলনা বিজেএমসি (জোন) অফিস ঘেরাও , ১৫ ডিসেম্ভর খালিশপুর এবং আটরা শিল্প এলাকায় সমাবেশ , ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।