UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চক্ষু ক্যাম্পে বিনামূল্যে ১২’শ রোগীকে চিকিৎসা , ছানি অপারেশন হবে ২৭৫ জনের

koushikkln
ডিসেম্বর ৭, ২০২১ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মঙ্গলবার (০৭ ডিসেম্বর) রোটারী ক্লাব অব খুলনা সাউথ বেঙ্গল ও রিক প্রবীন কল্যান কর্মসূচীর যৌথ উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প খুলনা আলিয়া মাদ্রাসা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই চক্ষু শিবিরে গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের চিকিৎসকসহ ১৬ সদস্যের একটি টিম কারিগরি সহযোগিতা প্রদান করেছে।

চক্ষু ক্যাম্পে রেজিষ্ট্রেশন করা ১২’শ রোগীর চোখ, চশমার পাওয়ার পরীক্ষা করে চিকিৎসাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করে। আর চোখে ছানি পড়া ২৭৫ জন রোগীকে অপারেশনের জন্য গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে চোখে ছানি পড়া রোগীদের চক্ষু অপারেশন পরবর্তী লেন্স ও কালো চশমা দিয়ে খুলনায় পৌছে দেওয়া হবে।

চক্ষু চিকিৎসার ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডা. মাহবুবুর রহমান, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল আহাদ, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের অধ্যাপক ডা. সাইফুদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবী সংগঠন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান, আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ খ ম যাকারিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম চেয়ার এস এম রোমিও হোসেন পিয়াস। সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব খুলনা সাউথ বেঙ্গল’র প্রেসিডেন্ট রোটারিয়ান শেখ মনজুর হাসান অপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান জোবায়ের হোসেন খান জবা। এদিকে সকালে ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব মানবতার কল্যাণে সব সময় কাজ করছে। বিশ্ব জুড়ে তার স্বাক্ষর রয়েছে। বৃহৎ পরিসরে করা এই চক্ষু ক্যাম্পটি তার স্বাক্ষরবহন করে। জনকল্যানে রোটারী ক্লাবের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে সমাজে পিছিয়ে পড়া মানুষদের সেবায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিক এর প্রবীণ বিষয়ক বিশেষজ্ঞ জনাব তোফাজ্জল হোসেন মঞ্জু, রোটারিয়ান সৈয়দ আবু সাঈদ, রোটারিয়ান ইঞ্জিঃ মশিউজ্জামান খান, রোটারিয়ান এস. এম. হাবিব, রোটারিয়ান মোহাম্মদ শামীম, রোটারিয়ান মোঃ আমজাদ হোসেন খান, রোটারিয়ান মোঃ মাজহারুল হক আকন্দ, রোটারিয়ান মফিদুল ইসলাম টুটুল, রোটারিয়ান মোঃ ইমরানুল হক মিশা, রোটারিয়ান আবু ইমরোজ সোহেল, রোটারিয়ান নিঘাত সুলতানা, রোটারিয়ান আল মাহমুদ পরশ, রোটারিয়ান মো: নজরুল ইসলাম, রোটারিয়ান মোহাম্মদ আলী বাবু, রোটারিয়ান মোঃ আবু জাফর সালেহ. রোটারিয়ান মোঃ আব্দুর রহিম, রিক এর সহকারী পরিচালক সালেহ মাহমুদ মিঠু, রিকের প্রবীণ কর্মসূচি সংশ্লিষ্ট কর্মকর্তা ফেরদৌসী বেগম ও সৈয়দ বজলুল করিম, রিক এর জোনাল ম্যানেজার এমদাদুল হক, এরিয়া ম্যানেজার বশির শরীফ প্রমুখ।
ক্যাম্পটি সুষ্ঠভাবে সম্পূন্য করতে রোভার স্কাউট, রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ও রোটারেক্ট ক্লাবের সদস্যরা সহযোগিতা করেন।