ঊষার আলো প্রতিবেদক : খুলনার দাকোপে উচ্চ আদালতের স্থিতিবস্থা থাকা সত্বেও জমি থেকে পাকা ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। থানার গোড়কাটি গ্রামের খাটাইল মৌজার ওই জমিতে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় থানা পুলিশকে জানালেও ভুক্তভোগী পঙ্কজ কুমার সরদার কোন প্রতিকার পাননি বলে খুলনা জেলা প্রশাসক, ডিআইজি দপ্তরে আবেদন করেছেন।
তবে পুলিশ বলেছে, জমি-জমা সংক্রান্ত বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে। আইন অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ সূত্রে জানাগেছে, দাকোপ থানাধীন খাটাইল মৌজার এসএ খতিয়ান নং ১৬৭, দাগ নং- ৪১৬, ৪১৭ এর চার একর জমি নিয়ে সুরেন্দ্র নাথ ম-লের ছেলে পঙ্কজ কুমার সরদারের সাথে আনন্দনগর গ্রামের চিত্র রঞ্জন তরফদার, হিরনময় তরফদার, গোপাল তরফদার, বিনয় তরফদার, সুচিত্রা তরফদারের বিরোধ রয়েছে। জমিটি পঙ্কজদের পৈত্রিক সূত্রে পাওয়া ভোগ দখলে রয়েছে। এ নিয়ে হাইকোর্টের সিভিল রিভিশন ২২০৩/২০ মামলা রয়েছে। মামলায় জমির ওপর স্থিতিবস্থা জারি রয়েছে। এ অবস্থায় প্রতিপক্ষ চিত্র রঞ্জন তরফদার, হিরনময় তরফদার, গোপাল তরফদার, বিনয় তরফদার, সুচিত্রা তরফদার, মো. রাসেল গাজী (আবদার), মোফাজ্জেল শেখসহ ৫০/৬০জন অস্ত্রশস্ত্র নিয়ে বৃহস্পতিবার জমির ধান কেটে লুট করে।
ভুক্তভোগী জানান, জমি থেকে ধান কাটার বিষয়ে সকালে পুলিশকে জানালেও কোন পদক্ষেপ নেননি। ওসি সাহেবের কাছে গেলে ও হাইকোর্টের আদেশ দেখাইলে তিনি ১৪৪ দ্বারা মামলা করে নিয়ে আসতে বলেন। কোন উপায় না পাইয়া ৯৯৯ তে কল দিলে সেখান থেকে ওসি সাহেবকে বলিলে কোন কাজ হযনি। আমি অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ ( তানভীর সাহেব) এর সাথে দেখা করলেও তিনিও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু এতেও প্রতিকার পাইনি।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা রয়েছে। কাগজপত্র দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’