ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ ৫ জন বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের হয়েছে।
শনিবার কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫জন গ্রেফতার হয়েছে। এসময় এদর কাছ থেকে ৫১৬ বোতল ফেন্সিডিল, ২শ পিস ইয়াবা ও ৪১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ঝিকরগাছা রঘুনাথ নগর এলাকার মহিউদ্দিন খানের ছেলে মাসুদ রানা(২৫), রঘুনাথ নগর এলাকার মোঃ কামরুল মোড়লের ছেলে কুদ্দুস মোড়ল(৩০), মজিদ স্মরণী, গোবরচাকা গাবতলার মোড় এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে আরিফুজ্জামান(২১), মাগুরার দোরান নগর পূর্বপাড়া এলাকার স্বপন সরকারের ছেলে সুজন সরকার(২৮), টুটপাড়া ইষ্ট লিংক রোড এলাকারমিলন খানের ছেলে মোঃ রাজু খান(৩০)।
(ঊষার আলো-আরএম)