UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজন (ছবিসহ)

koushikkln
ডিসেম্বর ১৬, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে। খুলনায়ও সরকারি-বেসরকারিভাবে বিস্তরিত কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) গল্লামারী স্বাধীনতা সৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী বীর সেনানীদের বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে দিনের শুরু হয়। এখানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়াম লীগ, বিভাগীয় ও জেলা প্রশাসন, বিএনপি, জাতীয় পার্ট, ওয়ার্কার্স পারটি, সিপিবি, বাসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিএমএ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

অপরদিকে সকালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নগরীতে বিজয় শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওদিকে খুলনা জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

ছবিতে বিজয় দিবসের কিছু চি্ত্র :

জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমাণ্ড

খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক

খুলনা জেলা আওয়ামী লীগ

শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

খুলনা বিভাগীয় কমিশনার

খুলনা জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ

খুলনা জেলা প্রশাসন

খুলনা রেঞ্জ ডিআইজি

কেএমপি, খুলনা