UsharAlo logo
মঙ্গলবার, ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় মাদক মামলায় এক আসামীর পাঁচ বছর কারাদণ্ড

usharalodesk
মার্চ ৪, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক:  নগরীর দৌলতপুর থানায় দায়ের হওয়া মাদক মামলায় এক আসামীকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ মার্চ) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশিকুর রহমান এরায় ঘোষণা করেন। রায় ঘোষনাকালে দন্ডপ্রাপ্ত আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামী হলেন, যশোর বেনাপোলের কাগজীপুকুর এলাকার আনোয়ার আলীর পুত্র মাহাবুবুর রহমান(৫০)। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি কাজী সাব্বির আহমেদ এ তথ্যটি জানিয়েছেন।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০১২ সালের ১৯ অক্টোবর বিকেলে দৌলতপুর বাজারস্থ তুলাপট্টি শাহভান্ডারের কাছে অভিযান চালিয়ে আসামী মাহাবুবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় তার কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় এস আই শিহাব উদ্দিন বাদী হয়ে দৌলতপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। একই বছরের ১৭ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এস আই নজরুল ইসলাম ওই আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। চার্জশীট ভুক্ত ১১ জনের মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক এরায় ঘোষণা করেন।

 

(ঊষার আলো-আরএম)