ঊষার আলো রিপোর্ট: সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিফাইনাররা। আমদানি ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
বাণিজ্য মন্ত্রণালয়ে সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশন। চিঠিতে আগামী সপ্তাহের ৮ জানুয়ারি থেকে দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা।
বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ৮ টাকা দাম বাড়িয়ে ১৬৮ টাকা দাম নির্ধারণের সিদ্ধান্তের কথা চিঠিতে জানানো হয়।সমিতি পাম তেলের দাম বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে বলেও বাণিজ্য মন্ত্রণালয়কে লেখা চিঠিতে বলা হয়েছে।