UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাস্তিপ্রাপ্ত সবাই ছাত্রলীগের নেতা কর্মী ও সমর্থক

ঊষার আলো
জানুয়ারি ৭, ২০২২ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় শাস্তির আওতায় আনা ৪৪ শিক্ষার্থীর সবাই ছাত্রলীগের নেতা-কর্মী-সমর্থক।এর মধ্যে কুয়েট ছাত্রলীগের পদধারীর সংখ্যাই ১৬ জন। বাকিরা সংগঠনের কর্মী-সমর্থক। ২০১৭ সালের ৩১ জুলাই সর্বশেষ কুয়েট ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

এদিকে গতকাল কুয়েট শিক্ষক সমিতির এক সভা থেকে নির্যাতনে মৃত লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিম হোসেনের পরিবারকে দেনা-পাওনার বাইরে অতিরিক্ত কোটি টাকা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। এছাড়া শিক্ষকের মৃত্যুর ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং ওই শিক্ষকের স্ত্রীর জন্য বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

শিক্ষকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট জরুরি সভা করে ৪৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করে। এর মধ্যে আজীবন বহিষ্কার করা ৪ শিক্ষার্থীর মধ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ’১৩ ব্যাচের ছাত্র সাদমান নাহিয়ান সিজান, উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ’১৬ ব্যাচের ছাত্র হাসান আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ’১৬ ব্যাচের ছাত্র কামরুজ্জামান রাজ্জাক এবং উপপাঠাগার সম্পাদক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ’১৬ ব্যাচের রিয়াজ খান নিলয়।

এছাড়া দুই শিক্ষাবর্ষের জন্য হল থেকে আজীবন বহিষ্কার করা শিক্ষার্থীদের মধ্যে রয়েছে-ছাত্রলীগের সহসভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তাহমিদুল হক ইশরাক, উপপাঠাগার সম্পাদক ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মাহমুদুল হাসান, কৃষিবিষয়ক সম্পাদক ও লেদার ইঞ্জিনিয়ারিংয়ের সাদমান সাকিব, সদস্য ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মাহিন মুনতাসির, সাংগঠনিক সম্পাদক ও লেদার ইঞ্জিনিয়ারিংয়ের এএসএম রাগিব আহসান মুন্না, উপগণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মীর জামিউর রহমান, সহসভাপতি ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের রুদ্রনীল সিংহ শুভ।

এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার ও হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে সহসম্পাদক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আনিকুর রহমানকে। অর্থদণ্ড দেওয়া ১০ শিক্ষার্থীর মধ্যে পদে রয়েছেন সহসম্পাদক আহসানুল আবেদীন ও সাদাফ হেলাল। এছাড়া সাজাপ্রাপ্ত ২২ শিক্ষার্থীর মধ্যে পদে রয়েছেন উপদপ্তর সম্পাদক খালিদ সাইফুল্লাহ শুভ্র এবং উপকৃষিবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ।

২০১৭ সালের কমিটি ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর ২২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। চলতি বছরের ২২ মে ছাত্রলীগের সভাপতি আবুল হাসান শোভন কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পদত্যাগ করে বর্তমানে সরকারি চাকরিরত। নানা কারণে কুয়েটে কোনো ভারপ্রাপ্ত সভাপতি দেওয়া হয়নি।

সাদমান নাহিয়ান  জানান, সাজাপ্রাপ্ত বেশির ভাগ শিক্ষার্থী কমিটির নেতা। বিচার পুনর্বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করব। পরে সিদ্ধান্ত নিব কোর্টে যাব কিনা।

এদিকে শিক্ষক সমিতির সাধারণ সভায় সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক সৌমিত্র কুমার সরকার জানান, আমরা প্রত্যেক শিক্ষকের ১ দিনের বেতন এবং সমিতির তহবিল মিলে ১০ লাখ টাকা প্রয়াত শিক্ষকের মেয়ের নামে এফডির বা সঞ্চয়পত্র কিনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস জানান, আমরা দুটি এজেন্ডা নিয়ে সভা করেছি।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি। তিনি বলেন, আমাদের ৩টি দাবি রয়েছে এবং এগুলো হলো প্রয়াত শিক্ষকের পরিবারকে সব দেনা-পাওনার বাইরে অতিরিক্ত ১ কোটি টাকা প্রদান, শিক্ষকের মৃত্যুর বিষয়ে অতিদ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সর্বশেষ শিক্ষকের স্ত্রীর যোগ্যতা অনুসারে কুয়েটে চাকরির ব্যবস্থা