UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উগ্রবাদ প্রতিরোধে জাতীয় নীতিমালা প্রণয়নের দাবি

koushikkln
জানুয়ারি ২৪, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উগ্রবাদ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা তৈরিতে সুপারিশ প্রদানের জন্য সোমবার (২৪ জানুয়ারি) নগরীর একটি অভিজাত হোটেলে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষক, সাংবাদিক, সিভিল সামাজের প্রতিনিধি, নারী নেত্রী ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকটি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজন করে।

গ্লোবাল সেন্টার অন কো-অপারেটিভ সিকিউরিটি (জিসিসিএস)-এর সহযোগিতায় বিইআই-এর প্রেসিডেন্ট অবসপ্রাপ্ত রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং বিইআই-এর পরিচালক আশীষ বনিকের স ালনায় সহিংস উগ্রবাদ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা: নাগরিক সামজের ভাবনা বিষয়ক গোলটেবিল আলোচনায় অন্যান্যদের মধ্যে মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র আলী আকবর টিপু, বৃহত্তম খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব ও কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, জুট টেক্সটাইল মিল লিমিটেডের প্রতিনিধি পূর্ণেন্দু দে বুবাই, খুলনা মহিলা চেম্বার অব কমার্স-এর সভাপতি অ্যাড. শামীমা সুলতানা শিলু, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু তৈয়ব, এডাব খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেবিড, সরকারি বিএল কলেজের সহযোগী অধ্যাপক বিচক্ষণ ম-ল, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মো: মনিরুজ্জামান, ফাদার সেরাফিন সরকার, প্রজিত রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক শেখ মো: রফিকুল ইসলাম, সম্প্রীতি ফোরাম খুলনার চেয়ারম্যান সিলভি হারুন, উদীচী শিল্পীগোষ্টী খুলনা জেলা কমিটির যুগ্ম আহ্বয়ক আকবর হোসেন, সাংবাদিক এইচ এম আলাউদ্দীন, লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, ধ্রুব’র নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, রূপান্তরের শাহাদৎ হোসেন বাচ্চু, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সিডিপি’র সমন্বয়কারী ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা উগ্রবাদ প্রতিরোধে সমাজের শ্রেণি ও অর্থনৈতিক বৈষম্য কমানো, সকল মত ও দৃষ্টিভঙ্গিকে সমানভাবে বিবেচনায় নেওয়া, সুশিক্ষার বিস্তার ও কর্মসংস্থান সৃষ্টি করা, রাজনীতিতে ধর্মের ব্যবহার কমানো, সুস্থ্য সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটানোর উপর গুরুত্বারোপ করে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের দাবী জানান।