UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রনেতা রাসেলের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

usharalodesk
এপ্রিল ৭, ২০২১ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল এর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। বুধবার (৭ এপ্রিল) বাদ আসর শঙ্কমার্কেট সংলগ্ন আজমিরী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ছাত্রনেতা রাসেল এর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ ও মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মাহামুদুল হাসান শাওন, জহির আব্বাস, মেহেদী হাসান মান্না, বোরহান উদ্দীন সজিব, দিদারুল আলম, মেহেদী হাসান সুজন, মাহামুদুল হাসান সুজন, খান মোসাদ্দেক হোসেন ইমন, শিকদার রাসেল, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, মাহামুদুর রহমান রাজেস, হিরণ হাওলাদার, তরিকুল ইসলাম তুফান, মেহেদেী হাসান স্বপন, আহনাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, মশিউর রহমান বাদশা, জুয়েল শেখ, শাহ আরাফাত রাহীব, মেহেদী হাসান সজিব, রবিউল ইসলাম প্রিন্স, মোঃ গালিব হোসেন, রায়হান শেখ মুন্না, হামিম ইসলাম আবির, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, রুমান আহমেদ, আলী হোসেন, পিয়াল হাসান, রিয়াদ খান, সাইফুল ইসলাম মিরাজ, ফাহিম ফয়সাল ওপল, তামিম হোসেন, রাজিউন ইসলাম রাজু, আবিদ আল হাসান, সাজ্জাদ সাজু, রাব্বি আহমেদ রানা, হাসান শেখ, রায়হান শিকদার, ইমতিয়াজ মুন্না, তানভীর ইসলাম সাব্বির, হাসানুল সাকি, আসিফ তালুকদার প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিলে আসাদুজ্জামান রাসেল এর আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত মুুসুল্লিদের মাঝে তবারব বিতরণ করা হয়। উল্লেখ্য যে খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল গত ৩১ মার্চ দিবাগত রাত থেকে অসুস্থতা অনুভব করায় ১ এপ্রিল সকালে নগরীর একটি বেসরকারী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থেকে শারীরিক অবস্থার একটু উন্নতি হলে ডাক্তারের পরামর্শে তিনি বাসায় ফেরেন। ইতোমধ্যে তিনি করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন এবং তার ফলাফল পজেটিভ আসে। বর্তমানে তিনি বাসায় হোম-কোয়ারেন্টাইনে আছেন।

(ঊষার আলো-এমএনএস)