UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মশিয়ালীতে আলোচিত ট্রিপল হত্যা : আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ 

koushikkln
জানুয়ারি ২৫, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদরউদ্দিন, ফুলবাড়ীগেট সংবাদদাতা: খুলনার খানজাহান আলী থানার মশিয়ালীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামি মিলটন, জাকারিয়া শেখ, জাফরিনসহ খুনি সন্ত্রাসীরা আদালত থেকে জামিনে এসে পুনরায় এলাকার সাধারন মানুষদের ভয়ভীতি প্রদর্শন, নিরীহ গ্রাম বাসিদের নামে মিথ্যা মামলা দায়ের ও হত্যার হুমকির প্রতিবাদে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় মশিয়ালী শহীদ স্মৃতি চত্বরে সংবাদ সম্মেলন করেছেন মশিয়ালী সন্ত্রাস নির্মুল কমিটি । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ পরিবারের পক্ষে হাফেজ মোঃ মাসুম বিল্লাহ ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, খুলনার মশিয়ালী গ্রামে ২০২০ সালের ১৬ জুলাই ঘটে যায় এক নারকীয় হত্যাকান্ড। গ্রামের সহজ সরল মুজিবর নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে অস্ত্রদিয়ে পুলিশের কাছে তুলে দেয় মশিয়ালী গ্রামের মৃত হোসেন আলী শেখের পুত্র জাফরিন, জাকারিয়া ও মিলটন । এ খবর পেয়ে গ্রামবাসী কেন নিরীহ মুজিবরকে পুলিশের কাছে তুলে দেওয়া হলো জানতে জাফরিন এর বাড়ির কাছে পৌছানো মাত্র কোন কিছু বুঝে ওঠার আগেই জাফরিন, জাকারিয়া ও মিলটন নেতৃত্বে ২০/ ২৫ জনের সশ¯ত্র দুবৃত্তরা রাত সাড়ে ৮টায় নিরীহ এলাকাবাসির উপর গুলিবর্ষন ও বোমা নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আলিম জুট মিলের শ্রমিক নজরুল ইসলাম(৬০) ও রাজমিস্ত্রীর হেলাপার গোলাম রসুল(৩০)। হাসপাতালে মারা যায় গ্রামের কলেজ ছাত্র সাইফুল । এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় আফসার শেখ(৬৫), শামিম(২৭), রবি শেখ (৪০), খলিল (৩০) রানা (২২), সুজন শেখ (২৫)সহ বেশ কয়েকজন। নিহত কলেজ ছাত্র সাইফুল ইসলামের পিতা সাইদুল শেখ বাদি হয়ে শেখ জাফরিন হাসান , জাকারিয়া ও মিলটনসহ ২২জনের নাম উল্লেখসহ ১৫ /১৬ জনকে অজ্ঞাত আসামি করে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন যার নং ১২ তাং ১৮-০৭-২০২০ ইং। এলাকাবাসীর একতাবদ্ধতা এবং পুলিশ প্রশাসনের আন্তরিকতায় ঘটনার পর ঘাতক জাফরিনকে যশোরের বাঘাড়পাড়া থেকে আটক করে পুলিশ। ঘটনার কিছুদিন পর রাজধানী ঢাকার মিরপুর থেকে অপর দুই ঘাতক জাকারিয়া ও মিল্টনকে আটক করে আইনশৃংখলা বাহিনী। ঠান্ডা মাথার এসকল খুনিরা আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হওয়াতে স্বস্থির নিশ^াস ফেলে এলাকাবাসী । নিহতের স্বজন ও এলাকার সর্বস্থরের মানুষের দাবি ছিলো খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের। এখনো শুকায়নি রক্তের দাগ থামেনি নিহতের স্বজনদের বোবা কান্না, সন্ত্রাসীদের হামলায় গুরতর আহতরা এখনও যন্ত্রনায় হাসপাতাল / বাড়ির বিছানায় তিব্রযন্ত্রনায় ছটফট করছে, ঠিক তখনি খুনি জাফরিন, জাকারিয়া ও মিল্টন আদালত থেকে জামিনে বের হওয়াতে আমাদেরকে আতংকিত করে তুলেছে। এরা পুনরায় এলাকায় এসে মামলার বাদী সহ নিরীহ এলাকাবাসিদের পুনরায় হুমকি ধামকি দিচ্ছে । আমরা বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা মনেকরি এরকম খুনি বাহিরে থাকিলে পুনরায় আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে. যে কারনে অতিদ্রত তাদের জামিন বাতিল করে দ্রুতবিচার আইনে দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, মশিয়ালী সন্ত্রাস নির্মুল কমিটির আহবায়ক ইউপি সদস্য বক্তিয়ার পারভেজ, সদস্য সচিব আঃ সালাম গাজী, মুনতাজ গাজী, সংরক্ষিত ইউপি সদস্য রাজিয়া বেগম, হামিদ গাজী, তবিবুর রহমান মকবুল শেখ, বাবুল শেখ, শহিদ পরিবারের ওলিয়ার রহমান শেখ, মুজিবর রহমান, শহিদুল ইসলাম, রেজাউল শেখ প্রমুখ।