কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। বুধবার (৭ এপ্রিল) দিনভর এসব ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এমপি আক্তারুজ্জামান বাবু যেসব নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তার মধ্যে রয়েছে চান্নিরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ, দক্ষিণ হাতিয়ার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ। এছাড়াও হুদুবুনিয়া চান্নিরচক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা পরিষদেও চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, আমাদী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র মন্ডল, আ’লীগ নেতা আঃ রশিদ সরদার, জলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, আমাদী ইউপির নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জুয়েল, জেলা শ্রমিক লীগ নেতা কামরুল গাজী, অধ্যক্ষ চয়ন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)