UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিরোমণিতে কৃষক লীগের সম্মেলন

koushikkln
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি : খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, দেশে বর্তমান সরকারের আমলে ডিজিটাল কৃষি ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। কৃষি তথ্য সার্ভিসের মাধ্যমে দেশে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কৃষক ফসল উৎপাদন বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করতে পারেন। বর্তমান সরকার কৃষকদের সবচেয়ে বেশি অনুদান দিয়েছেন| এবারের বাজেটে প্রধানমন্ত্রী কৃষকদের জন্য ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

 

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় শিরোমণি ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে খানজাহান আলী থানার অর্ন্তগত ২, ৩৩,৩৪,৩৫ ও ৩৬নং ওয়ার্ড কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সম্মেলনের উদ্ভোধক অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র – সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। কৃষকলীগ খুলনা মহানগর শাখার আহবায়ক এ্যাডঃ এ.কে.এম শাহাজাহান কচির সভাপতিত্বে ও সদস্য সচিব অধক্ষ্য আবুল বরকত মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ,খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, প্রধান বক্তা ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিসেস হালিমা রহমান। বিশেষ বক্তা ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নুরল ইসলাম বাদশা । কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হাসান পান্নু।
বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য মোঃ শহিদুল ইসলাম , মোড়ল আনিসুর রহমান, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খান হাফিজুর রহমান, ৩৬ নং ওয়ার্ডের সভাপতি সরদার আঃ হামিদ, ৩৪ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুকুল, ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৪ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৫ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শেখ আঃ হক, ৩৬ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সৈয়দ কিসমত আলী , কানাই রায়, মোঃ মফিজুর রহমান, রেজওয়ান আকুঞ্জি রাজা, মোঃ আবু নাইমের সার্বিক সহযোগিতায় ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে কেসিসি ২ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ জাহাঙ্গির শেখ , সাধারন সম্পাদক মোঃ সাকিব হাসান, ৩৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফারাজী , ৩৪ নং ওয়ার্ড সভাপতি আঃ মান্নান , সাধারন সম্পাদক মোঃ আকবার আলী, ৩৫ নং ওয়ার্ডের সভাপতি মোঃ তরিকুল ইসলাম টুকু, সাধারন সম্পাদক মোঃ ইদ্রিছ আলী, ৩৬ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান , সাধারণ সম্পাদক মফিজুল হক এর নাম ঘোষনা করে ৫ টি ওয়ার্ডের ৬১ সদস্য বিষিষ্ট কমিটি গঠন করে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ।