UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র মৈত্রীর খুলনা জেলা সম্মেলন ১৯ মার্চ

koushikkln
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ ছাত্র মৈত্রী খুলনা জেলা কমিটির এক কর্মিসভা শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টেয় খালিশপুর প্লাটিনাম ইউনিয়ন অফিসের নিচতলায় অডিটরিয়ামে জেলা সভাপতি বিকাশ চন্দ্র ম-লের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক আরিফুজ্জামান আরিফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনÑবিএল কলেজ ছাত্র মৈত্রী নেতা কমলেশ শীল, ব্রজেন ম-ল, মৃণাল গাইন, তাপস সরকার, খালিশপুর থানার জয়নাল হাওলাদার, বটিয়াঘাটা ছাত্র নেতা আজিজুর রহমান, ইমন হালদার, দাকোপ থানা ছাত্রনেতা দেবব্রত রায় প্রমুখ। সভায় আগামী ১৯ মার্চ জেলা জেলা ছাত্র মৈত্রীর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় এবং বিকাশ চন্দ্র ম-লকে আহ্বায়ক, কমলেশ শীল ও দেবব্রত রায়কে যুগ্ম আহ্বায়ক, জয়নাল হাওলাদারকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন থানা/উপজেলার স্কুল, কলেজে কমিটি গঠন করার সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।