UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় দৃর্বৃত্তদের হাতে ১১ বছরের শিশু খুন

koushikkln
ফেব্রুয়ারি ২০, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় অজ্ঞাত দুর্বৃত্বতারা ১১ বছর বয়সী এক শিশুকে মাথা,গলাসহ শরীরের একাধিক স্থানে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিশুর নাম শুভ হাওলাদার। সে নগরীর আনিস বিশ্বাস অাদর্শ স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। ইটের আঘাতে তার মাথা থেতলে গেছে। বেলা ১২ টার পর যেকোন সময়ে নৃশংস হত্যাকান্ডটি ঘটেছে বলে পুলিশের ধারণা।

রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি মাঠ থেকে তাঁর ‍মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, আবাসিক এলাকার ১৪ নম্বর রোডের একটি খোলা মাঠের কোনায় রক্তাক্ত অবস্থায় শিশুটির মরদেহ পড়ে ছিল। তার মাথা,গলা,হাতসহ একাধিক স্থানে ইটের আঘাতের চিহ্ন দেখা যায়। হত্যার সময় দুর্বৃত্তদের সাথে শিশুটির ধস্তাধস্তির আলামত রয়েছে। সেখান থেকে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি নির্জন হওয়ায় হত্যাকারীরা নির্বিঘ্নে শিশুকে হত্যা করে পালিয়ে যায় বলে পুলিশের ধারণা।
নিহতের বাবা ভাঙ্গারী বিক্রেতা ইব্রাহিম হাওলাদার জানান, শুভ তাদের একমাত্র সন্তান। সকালে ছেলেকে নাস্তা খাইয়ে ভ্যান নিয়ে তিনি বাইরে বের হন। মাও ঘরের বাইরে যায়। নিজ সন্তানের হত্যার খবরে বারবার মুচ্ছা যাচ্ছিলেন বাবা-মা। ১১ বছরের শিশুর এমন নৃশংস হত্যার ঘটনায় এলাকায় শোকবস্থা বিরাজ করছে।

সোনাডাঙ্গা থানার ওসি মো. মোমতাজুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়না তদন্তের জন্য লাশ খুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।