ঊষার আলো প্রতিবেদক : মহানগরীর পশ্চিম বানিয়াখামার এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। ওই এলাকার লেলিন নামক এক বাড়ির মালিকের সাথে বিশ^বিদ্যালয় ছাত্রের দুর্ব্যবহারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত ১১টার পর্যন্ত চলছিল। পুলিশ প্রথমে বাড়ির নিরাপত্তা দিলেও ছাত্রদের চাপে তারা বের হয়ে আসে। পরে ছাত্ররা সেখানে প্রবেশ করে একজনকে মারধর করে পুলিশের কাছে তুলে দেয়। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের হাতে কয়েকজন লাঞ্ছণার শিকার হন। বিক্ষুদ্ধ ছাত্ররা বাড়ির গেটে ব্যাপক ভাঙচুর করে। কয়েক শ’ শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেয়। গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে যেতে পারেননি।