UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগের ভেজাল বিরোধী অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

koushikkln
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও এর অধীন খুলনা, মাগুরা, চুয়াডাঙ্গা, বাগেরহাট এবং ঝিনাইদহ জেলা কার্যালয়ের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে খুলনা, মাগুরা, চুয়াডাঙ্গা, বাগেরহাট এবং ঝিনাইদহ জেলায় ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বাজার তদারকিতে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইব্রাহীম হোসেন খুলনা মহানগরীর দৌলতপুর বাজার এলাকায় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগে ১ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম খুলনা মহানগরীর ফুলবাড়িগেট ও দৌলতপুর বাজার এলাকার ৪ টি প্রতিষ্ঠানকে ২২,৫০০ টাকা জরিমানা করে। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান শ্রীপুর উপজেলার ৩ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ আলমডাঙ্গা উপজেলার ২ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান সদর উপজেলার ১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জিয়াউল হক সদর উপজেলার ৪ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করেন।
অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করা হয়।