UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৪২ বছর পর জেগে উঠলো ভয়ংকর আগ্নেয়গিরি

usharalodesk
এপ্রিল ১০, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ক্যারিবিয়ানের দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টে প্রায় ৪২ বছর পর আবারও জেগে উঠেছে আগ্নেয়গিরি। দ্বীপটির প্রধানমন্ত্রী র‌্যাল্ফ গনসাল্ভস ইতিমধ্যেই দ্বীপের ১৬ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়ে এলাকাটিকে ‌‘রেডজোন’ হিসেবে ঘোষণা করেছেন।

গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) দেশটির স্থানীয় সময়ে জাগ্রত এই আগ্নেয়গিরির প্রভাবে কালো ধোঁয়ায় অন্ধকার আকাশে অন্ধকার নেমে এসেছে ও আশপাশের এলাকা বিষাক্ত হয়ে গেছে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে সর্বশেষ সেন্ট ভিনসেন্টে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়েছিল। আগে ১৯০২ সালে এক আগ্নেয়গিরি বিস্ফোরণের দরুণ এখানে ১ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলো।

(ঊষার আলো-এফএসপি)