ঊষার আলো রিপোর্ট : ঝালকাঠিতে ক্ষেতের ধান খাওয়ার অপরাধে ৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। শনিবার ঝালকাঠি সদর উপজেলা বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মন্ডল এ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, ঈশ্বরকাঠি গ্রামস্থ জালাল সিকদারের ক্ষেতের ধান খেতো বাবুই পাখিরা। এ কারনে প্তি হয়ে পড়েন জালাল। এর জের ধরে তিনি ওই এলাকার সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় বাঁশের মাথাতে কাপড় পেঁচিয়ে আগুন জ্বালিয়ে দেন। এতে আগুনে পুড়ে বাসার ভিতরে থাকা ৩৩টি বাবুই ছানা মারা গেছে।
(ঊষার আলো-আরএম)