UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে উদ্ধার হতে যাচ্ছে বেদখল হওয়া পাইকগাছার সকল সরকারি খাল

usharalodesk
এপ্রিল ১০, ২০২১ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অবশেষে উদ্ধার হতে যাচ্ছে বেদখল হওয়া পাইকগাছার সকল সরকারি খাল। উচ্চ আদালতের এক আদেশের প্রেক্ষিতে উদ্ধার করা হচ্ছে সরকারি সব খাল। উদ্ধারের অংশ হিসেবে প্রাথমিকভাবে যেসব খাল শ্রেণী পরিবর্তন করে ভরাট করার মাধ্যমে বেদখল করা হয়েছে সে সব খাল চিহ্নিত করা হচ্ছে। শনিবার (১০ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী পৌরসভার ৪নং ওয়ার্ডের জিরো পয়েন্ট শিববাটি সড়কের পাশে সরল এলাকার বেদখল হওয়া একটি সরকারি খাল চিহ্নিত করে লাল পতাকা টাঙিয়ে সীমানা নির্ধারণ করেন। উল্লেখ্য পৌরসভাসহ উপজেলায় অসংখ্য সরকারি খাল রয়েছে যে গুলোর অনেকটাই বন্দোবস্ত দেওয়া হয়েছে আবার অনেকটাই প্রভাবশালী লোকজন নিজেরদের দখলে রেখেছে। অনেক খালের বন্দোবস্ত ইতো মধ্যে অনেকের মধ্যে হাত বদল হয়েছে। অনেক খাল ভরাট করে বসত বাড়িসহ স্থাপনা গড়ে তোলা হয়েছে। ফলে বর্ষা মৌসুম আসলেই স্বাভাবিক পানি সরবরাহ বাধা গ্রস্থ হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। উচ্চ আদালতের এক আদেশের প্রেক্ষিতে সরকারি নির্দেশনা মোতাবেক এসব সরকারি খাল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেই উদ্ধারের উদ্যোগ নেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান।

(ঊষার আলো-এমএনএস)