ঊষার আলো রিপোর্ট : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি। এ সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও দলীয় নেতা-কর্মীদের মাঝে মাস্ক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা শেখ মোঃ আবু হানিফ, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, আ’লীগ নেতা কাজী আক্তার হোসেন, কাজী কামাল হোসেন, বিএম কামরুজ্জামান, যুবলীগ নেতা ফরিদ আহম্মেদ, ফারুক আহম্মেদ, শাহ আলম, আনার হোসেন, মহাসিন আলী, সাইফুল ইসলাম, মনির হোসেন প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)