UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রীড়া সংগঠক আজমল আহমেদ তপন অসুস্থ

koushikkln
মার্চ ৭, ২০২২ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা সোনালী অতীত ক্লাবের সাবেক সভাপতি আজমল আহমেদ তপন অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কৃতি ফুটবলার ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমেদ তপন এর আশু রোগমুক্তি কামনা এবং দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে সে জন্য দোয়া করেছেন সোনালী অতীত ক্লাব খুলনার কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন সভাপতি আবুল মনসুর আজাদ, সিনিয়র সহসভাপতি কাজী নাসিবুল হাসান সানু, সহসভাপতি মুস্তাফিজুর রহমান বাবলু, নুরুল ইসলাম খান কালু, খাইবার হোসেন সমেরু, শেখ হেমায়েত উল্লাহ, শেখ মনিরুজ্জামান মনি ও হাজী মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল আহমেদ রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন ও এসএম মনির হোসেন, কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন আবুল, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান ফয়েজ, দপ্তর সম্পাদক এসএম তরিকুল ইসলাম সোহান, ক্রীড়া সম্পাদক মো. আদিলুজ্জামান আদিল, সাংষ্কৃতিক সম্পাদক এহসানুল হক, প্রচার সম্পাদক এম এ জলিল, কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম লালু, আমিনুর রহমান তালুকদার, মোস্তাফিজুর রহমান পলাশ, ইমতিয়াজ হোসেন পিলু, শেখ মোহাম্মদ আকরাম, শেখ মো. জাহাংগীর, প্রশান্ত কুমার দে, জাহিদ হাসান ডানো, সাহিদুল ইসলাম সাঈদ, মো. বাবর আলী, বাশির আহমেদ লালু, মনিরুজ্জামান মনি, জিয়াউল ইসলাম জিয়া, এজাজ আহমেদ ও জিএম আকরাম হোসেন। পাশাপাশি আজমল আহমেদ তপন এর পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।