UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিরোমণিতে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত : আহত ৩

koushikkln
মার্চ ৭, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি: নগরীর শিরোমণি খানজাহান আলী থানা রোডে মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে শিরোমণি পশ্চিমপাড়ার মারুফ খানের পুত্র নাসিম খান (১৮) ৬ মার্চ রবিবার রাত ৮টায় মোটরসাইকেলযোগে তার ২ বন্ধুকে সাথে নিয়ে থানা রোড থেকে গফ্ফার ফুড ভৈরব নদীর ঘাটে আসতে সুন্দরবন রেজিমেন্ট (বিএনসিসি)’র সামনে আসতেই একটি বাইসাইকেল এর সাথে সজোরে ধাক্কা লাগলে মটরসাইকেল এবং বাইসাইকেল উভয়েই রাস্তায় ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা তাদের সকলকে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত আনুঃ ৯ টায় মারুফ খানের পুত্র নাসিম খান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

৭ মার্চ সকাল ১০টায় পশ্চিম শিরোমণি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নাসিমের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এদিকে মটর সাইকেল অপর এক আরোহী শিরোমণি পূর্বপাড়ার মোঃ ইউনুস ফকিরের পুত্র শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র তামিম ফকির গুরুতর আহত হওয়ায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউতে চিকিৎসারত রয়েছে, তার অবস্থা আসংখ্যা জনক। অপর ২ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
স্থানীয়রা জানায়, খানজাহান আলী থানা রোডে প্রতিদিন বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত এলাকার উঠতি বয়সের যুবকরা বেপরোয়া ভাবে মটরসাইকেল চালিয়ে আসছে। এব্যাপারে প্রশাসনের ঊর্ধোতন কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।