UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুরে আলোচিত অঙ্কিতাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের বিরুদ্ধে চার্জশীট দাখিল

ঊষার আলো
এপ্রিল ১১, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুরে আলোচিত স্কুল ছাত্রী শিশু অঙ্কিতার ধর্ষণ ও হত্যা মামলার চার্জশীট দাখিল করা হয়েছে। চার্জশীট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ হাসান আল মামুন। তবে চার্জশীটে নরপিচাশ, কুলাঙ্গার প্রীতম রুদ্র একাই আসামী হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান।
সিএমএম কোর্টের জিআরও (দৌলতপুর থানা) গোলাপ সাহা বলেন, রবিবার চার্জশীট দাখিল করা হয়েছে। তবে আদালত বন্ধ থাকার কারণে চার্জশীটটি সিএমএম কোর্টের জিআরও শাখায় দাখিল করা হয়েছে। আদালত খুললে তা উপাস্থাপন শেষে শুনানী হবে। তবে কবে নাগাদ হবে তা তিনি বলতে পারেননি। যার চার্জশীট নাম্বার-৬৩, তাং-১০/০৪/২১ইং। ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশেঅধনী-২০০৩-এর ৯(২) তথাসহ ২০১ পেনাল কোড। চার্জশীটে প্রভাত কুমার রুদ্রের ছেলে প্রীতম রুদ্রকে (২৭) একাই আসামী করা হয়েছে। ঘটনার সাথে জড়িত হওয়ার কোন প্রমাণ না পাওয়ায় অপর দু’ আসামী জাহাঙ্গীর শেখ ও তার স্ত্রী রিক্তা বেগমকে মামলার দায় থেকে অব্যাহতি চাওয়া হয়েছে। গত ২৬ জানুয়ারী নিহত অঙ্কিতার অসহায় পিতা সুশান্ত দে বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন এসআই মিজানুর রহমান।
নিহত অঙ্কিতার অসহায় পিতা সুশান্ত দে বলেন, নিহত অঙ্কিতার চার্জশীট দাখিল যেভাবে করা হয়েছে, তাতে আমার কিছু করার নেই। পরিবেশ পরিস্থিতি আমাকে যেভাবে চালাচ্ছে সেভাবেই চলছি। গ্রামের লোকজন সবাই মিলে আমার মেয়ের হত্যাকান্ড নিয়ে প্রতিবাদে এগিয়ে আসে। এ আন্দোলনকারীদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমার কোন ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই। তিনি বণিক পাড়া সোসাইটির আহবায়ক নাজমুল হাসান পুলু মুন্সির সাথে এ ব্যাপারে কথা বলার জন্য অনুরোধ করেন। এ ব্যাপারে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।
খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন বলেন, স্কুল ছাত্রী অঙ্কিতা দে হত্যা একটি জঘন্যতম অপরাধ। এই অপরাধের আসামির একার পক্ষে অঙ্কিতার লাশ প্রায় পাঁচ সাতদিন গুম করে রাখা সম্ভব নয়। এর সাথে যারা সহযোগিতা করেছেন তাদের আইনের আওতায় এনে বিচার করা উচিত বলে আমি মনে করি। ১৬৪ ধারায় জবানবন্দি কে কেন্দ্র করে চার্জশিট দেয়া উচিত নয়, এ মামলার তদন্তকারী কর্মকর্তাকে ব্যাপক মতা দেয়া হয়েছে। তিনি চাইলে এর সাথে যারা সহযোগিতা করেছেন তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে পারতেন। তাহলে হয়তোবা আরো নতুন কোন তথ্য বেরিয়ে আসতে পারতো। তিনি আরো বলেন, ১৬৪ ধারার জবানবন্দিতে আসামির স্বীকারোক্তি দিয়েছে তাতে ত্রæটি থাকতে পারে, সে তার পাশের সহযোগীদের রা করেই তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। গতকাল এডিএম-এর নেতৃত্বে একটি সভা করেছে। সেই সভায় এই মামলাটি দ্রæত ট্রাইব্যুনালে অন্তর্ভুক্তি করার প্রস্তাব জানানো হয়েছে।
নারীনেত্রী অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা বলেন, আসামিকে যারা এই অপরাধ ঢাকার জন্য সহযোগিতা করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করা উচিত। এই অপরাধীরা তাকে এই অপরাধ ধামাচাপা দিতে সর্বাত্মক সহযোগিতা করেছে। এর একার পে এ কাজ করা সম্ভব নয় বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারী’২১ শুক্রবার দৌলতপুর পাবলা বণিকপাড়ার সুশান্ত দের কন্যা তৃতীয় শ্রেণীর ছাত্রী অঙ্কিতা দে ছোয়া নিখোঁজ হয়। পরিবারসহ এলাকাবাসী অনেক খোঁজাখুজি করে এক পর্যায় ২৮ জানুয়ারী অত্র এলাকার বৃত্তশালী ব্যক্তি প্রভাত রুদ্রের চারতলা বাড়ীর নিচতলার বাথরুমে অঙ্কিতা দে ছোয়ার লাশ বস্তা বন্দি প্রায় গলিত অবস্থা পাওয়া যায়। এলাকাবাসী বসবাসরত সকল পরিবারের নারী পুরুষ এক সভা করে প্রভাত রুদ্রর পরিবারকে বয়কট করার ঘোষণা দেন। যা এখনও চলমান।

(ঊষার আলো-আরএম)