UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দরে আধা বেলা আমদানি-রপ্তানি বন্ধ

usharalodesk
মার্চ ২৯, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রেন্টুর মৃত্যুর কারণে আধা বেলা আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক। তিনি বলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রেন্টু তিন দিন আগে স্ট্রোক করে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান।

তার মৃত্যুর শোক জানিয়ে স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো আধা বেলা আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে সকাল থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরের পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। আজ দুপুরে পর আবারো আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

ঊষার আলো-এসএ