UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনে ব্যাংকও বন্ধ থাকবে

usharalodesk
এপ্রিল ১২, ২০২১ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৪-২১ এপ্রিল পর্যন্ত সব ব্যাংক বন্ধ থাকবে। ওই সময় ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সব উপ-শাখা, বুথ ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে।

আজ (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারির পর এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, ব্যাংক বন্ধ থাকলেও সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ও ব্যাংকিংসহ অনলাইন সব সেবা। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে। ওই সময় ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবে। এমনকি আলোচ্য সময়ে এটিএম ও কার্ডে লেনদেনের সুবিধার্থে পর্যাপ্ত পরিমাণ নোট সরবরাহ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

(ঊষার আলো-আরএম)