UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

pial
এপ্রিল ১৯, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টডিজ ও মুক্তিযুদ্ধ সহ ৪টি বিষয়ের উপর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রভাষক মনোজিৎ কুমার রায়, প্রধান শিক্ষক আমীর আলী, মনোজ কুমার বর্মণ, রাজিব কুমার বাছাড়, প্রভাষক রকিবুজ্জামান ও শেখ আতিয়ার রহমান।

(ঊষার আলো-এফএসপি)