UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে থ্রী-ফেজ ১০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন

ঊষার আলো
এপ্রিল ১৩, ২০২১ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে পল্লী বিদ্যুৎ সমিতির উপ-কেন্দ্রে স্থাপন করা হলো থ্রী-ফেজ এর ১০ এমভিএ অন লোড ট্রান্সফরমার। এর ফলে ট্রান্সফরমার নষ্ট জনিত আর কোন সমস্যা থাকবে না বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজায়েত আলী। পল্লী বিদ্যুৎ সমিতির এ কর্মকর্তা জানান, এর আগে কপিলমুনি উপ-কেন্দ্রে সিঙ্গেল ফেজ এর ১.৬৬৭ এমভিএ’র ৬টি ট্রান্সফরমার ছিল। এগুলোর বয়স কমপক্ষে ২০/২৫ বছরের। যার মধ্যে ২ বছরে ৩টি নষ্ট হয়ে যায়। মেরামত করে কোন রকমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হলেও নষ্ট জনিত এ সমস্যার কারণে গ্রাহকদের চরম দুর্ভোগ হতো। মঙ্গলবার (১৩ এপ্রিল) উক্ত উপকেন্দ্রে টিএস কোম্পানির থ্রী-ফেজ এর ১০ এমভিএ অন লোড ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) এ কাজ শেষ হবে। এছাড়া পৌর সদরের উপজেলা চেয়ারম্যানের বাসভবনের সামনে শিববাটী এলাকায় আরও একটি ১০ এমভিএ উপ-কেন্দ্রের কাজ চলমান রয়েছে। এ কাজ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করছি। এ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। গ্রাহকদের আর তেমন কোন দুর্ভোগ থাকবে না বলে ডিজিএম রেজায়েত আলী জানিয়েছেন।

(ঊষার আলো-এমএনএস)