UsharAlo logo
মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছা উপজেলা আইন-শৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঊষার আলো
এপ্রিল ১৩, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা আইন শৃংখলা ও মাসিক সাধারণ সভা মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) মোল্লা খালিদ হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ রেজায়েত আলী। পৃথক সভায় ভার্চুয়ালী যুক্ত হন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, প্যানেল মেয়র এসএম তৈয়েবুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম। সভায় লকডাউন কার্যকর, চুরি-ছিনতাই রোধে সভায় লকডাউন কার্যকর, চুরি-ছিনতাই রোধে গ্রাম পুলিশের টহল বৃদ্ধি, স্বেচ্ছসেবক দল গঠন, সিসি ক্যামেরা স্থাপন, প্রত্যেক চেয়ারম্যানের এলাকায় মাইকিং, সরকারি নির্দেশনা মেনে ওয়াক্ত ও তারাবীহ নামাজ আদায়, শিববাটী রাস্তার সংস্কার কাজ দ্রুত শুরু করা, হাড়িয়া-শিবসা ও কপোতাক্ষ নদ খননে প্রস্তুতি গ্রহণ, বাস-টার্মিনাল পৌর এলাকার বাইরে স্তাস্থর, সরল খাঁ দীঘি খনন ও আধুনিক মানের পার্ক স্থাপন, ইউপি নির্বাচনে পুলিশ-জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্বশীল আচরণ সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

(ঊষার আলো-এমএনএস)