UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় মাস্ক বিতরণ জেলা আওয়ামী লীগ নেতা জামালের

ঊষার আলো
এপ্রিল ১৩, ২০২১ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারী করোনার দ্বিতীয় ধাপে বাংলাদেশের জনসাধারণকে নিরাপদ রাখার উদ্দেশ্যে এবং করোনার সংক্রমণ প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় পূর্ব রূপসার ঘাটে পথচারী মানুষের মাঝে করোনার উপকরণ মাস্ক বিতরণ করেণ খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি উপস্থিত জনসাধারণকে সামাজিক দুরত্ব ও সরকারী নির্দেশনা মেনে চলার জন্য এবং সবসময় মাস্ক ব্যবহারের অনুরোধ জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, বিধান চন্দ্র রায়, রেজাউল ইসলাম রেজা, জহির রায়হান, তাপস জোয়ার্দার, তারেক আজিজ, শেখ সাগর, চঞ্চল রায়, ছাত্রনেতা চিশতি নাজমুল বাসার, রবিউল ইসলাম রবি, শাহারুজ্জামান শাওন, ফয়সাল, লিটন, সালমান শেখ, শরিফুল ইসলাম প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)