UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজের সঙ্গে ছেলের সাদৃশ্য নিয়ে যা বললেন সাইফ আলি খান

pial
মে ৪, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তারকা সন্তান হিসেবে বরাবরই প্রচারের আলোয় থাকেন বলিউড অভিনেতা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান।

ছবি-ভিডিও দেখে অনেকেই বলেন যে- ছেলে অবিকল বাবা সাইফ আলি খানের মতোই দেখতে। তিনি যে হুবহু বাবার মতো, তা ইব্রাহিম নিজেও মানেন। আর এবার সেই সাদৃশ্যের কথা উঠে এল সাইফের কথাতেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলের সাথে তার মিলের প্রসঙ্গ ওঠে। সাইফ তখন বলেন, সত্যিই আমাদের বেশ এক রকম দেখতে, আমিও দেখেছি সেটা। ‘বিক্রম বেদ’ ছবিতে যদি ২০ বছরের আমি থাকতাম, তবে আমায় একদম ইব্রাহিমের মতোই দেখাত!”
সাইফ আলি খান ও তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহের ছেলে হলেন ইব্রাহিম। তাদের কন্যা সারা আলি খানকেও হুবহু কম বয়সের অমৃতার মতোই দেখায়। সাদৃশ্য এতটাই যে ইনস্টাগ্রামে সম্প্রতি দুই ভাইবোনের ছবি দেখে তুমুল শোরগোল পড়ে যায়!

অনেকেই বলেছিলেন, ‘আরে, এ তো ভাইবোন সেজে সাইফ ও অমৃতা!’ সে সময় অনেক বিতর্কিত মন্তব্যও জমা হয় মন্তব্য বাক্সে, আর বাধে বিতর্কও।

(ঊষার আলো-এফএসপি)