UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে : এমপি বাবু 

koushikkln
মে ৫, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা-৬ (কয়রা -পাইকগাছা) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষা ব্যবস্থাকে সার্বিক করতে সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন।
তিনি বৃহস্পতিবার (৫ মে) সকালে চাঁদখালী কলেজ প্রাঙ্গণে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ চাঁদখালী ইউনিয়ন (সোয়াস) কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা আবু ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন  চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলাম, বিভাগীয় প্রকৌলী ২, বাংলাদেশ রেলওয়ে বোর্ড পাকশী মোঃ আঃ রহিম, অর্থনিতিবিদ বাংলাদেশ চা বোর্ড আহসান হাবীব, রাজস্ব কর্মকর্তা বাংলাদেশ রাজস্ব বোর্ড মোঃ আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন খুলনা বি এল কলেজ সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ কৃষি ইন্ডিটিডি বোর্ড কর্মকর্তা মোস্তফা কামাল শাহাদাৎ, ঢাকা বিশ্ব বিদ্যালয় সহ কারি অধ্যাপক মোঃ আনারুল ইসলাম, হোসেন,ন্যাশনাল ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক মোঃ আজারুল ইসলাম, ঢাকা সিনিয়র জজ আদালত সদস্য এ্যাড, রমজান হোসেন, চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ খায়রুল ইসলাম, জেলা যুবলীগ নেতা মোঃ জসিম উদ্দীন বাবু, পাইকগাছা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, খোকন, কৃষকলীগ নেতা আব্দুল করিম, সোয়াস পরিচালক মোঃ জিয়াউর রহমান কোমল জিয়া। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুদ সবুজ, ইকবাল হোসেন, হাবিবুর রহমান আসিফ, ইয়াসমিন খাতুন, সেলিম জাহাঙ্গীর, বৈশাখী, মুজাইদুল ইসলাম, আলামিন হোসেন, ইদ্রীশ আলী, আলফাতারা কাজল, সোয়াস সভাপতি আহম্মাদ সাব্বির,সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হোজাইফা, সাকিব, ও মাহফুজুর রহমান মিথুন।
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে  ১৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ইউনিয়ন ব্যাপি আন্তঃ মাধ্যমিক রচনা প্রতিযোগিতা বিজয়ী ১২ শিক্ষার্থীসহ চাঁদখালী ইউনিয়নের ৭৪ জন শিক্ষার্থী উন্নত শিক্ষার জন্য বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি অধ্যয়নরত। তাদের হাতে সংবর্ধনা ক্রেস,ও সনদ পত্র তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।