UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করতে হবে : সালাম মূর্শেদী এমপি

koushikkln
মে ৯, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  খুলনা -৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। আমাদের জীবনমানের পরিবর্তন করতে হলে রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করেছিলেন বলেই তিনি সকল আন্দোলন-সংগ্রামে সফল হয়েছিলেন। রবীন্দ্রনাথের সৃষ্টি আমাদের উন্নয়নের পথ দেখিয়েছেন।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন খুলনার আয়োজনে সোমবার (৯ মে) বিকাল ৪টায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে রূপসার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে কবির পূর্বপুরুষের ভিটায় তিন দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  পুলক কুমার মন্ডল, রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম, থানা অফিসার ইনচার্জ সরদার মোশারফ হোসেন, শিক্ষাবিদ  অধ্যাপক অসিত বরণ ঘোষ।
এ সময় সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাদ হোসেন,  কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, শিক্ষা কর্মকর্তা শেখ আ. রব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, পিআইও আরিফ হোসেন, প্রকৌশলী এস এম ওয়াজিদুজ্জামান, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক আজিজ, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ ফকির,  সৈয়দ মোরশেদুল আলম বাবু, আল মামুন সরকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এমপি মহোদয়ের ক্রেস্ট  ও উত্তরীয় উপহার গ্রহণ করেন এমপির প্রধান সমন্বয়কারী নোমান ওসমানী রিচি।