UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে নসিমন উল্টে গরুর ব্যাপারী নিহত

usharalodesk
মে ১৪, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে রূপপুর মোড়ে গরু কিনতে যাওয়ার সময় নসিমন উল্টে আব্দুর রহমান (৩৫) নামে এক গরুর ব্যাপারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নসিমনে থাকা অপর দুইজন।শনিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নসিমনে থাকা নিহত গরুর ব্যাপারী পাবনার সাথিয়া থানার কাশিনাথপুর বাজার এলাকার আব্দুল আওয়ালের ছেলে।পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল এ তথ্য নিশ্চিত করেছেন।হাইওয়ে ওসি আশীষ কুমার স্যানাল জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে একটি মাইক্রোবাস নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের নামিয়ে দিয়ে ফিরছিল।

রূপপুর মোড়ে হোয়াট অ্যান্ড ফ্রেশ রেস্টুরেন্টের সামনে মাইক্রোবাসটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে (পাবনা) আসা নসিমন গতি নিয়ন্ত্রণ না করতে পেরে উল্টে যায়। এসময় নসিমনে থাকা গরুর ব্যাপারীসহ আরও দুইযাত্রী আহত হয়। খবর পেয়ে পাকশী  ঈশ্বরদী হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, নিহত গরুর ব্যাপারীরা পাবনা থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে নসিমন উল্টে ওই দুর্ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে পুলিশ পরিচয় শনাক্তের পর নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে।

ঊষার আলো-এসএ