UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশের জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে: মনা

koushikkln
মে ১৫, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, আওয়ামী লীগের ক্ষমতার সময় শেষ হয়ে এসেছে। তারা ভাবতেই পারে না ক্ষমতা ছাড়তে হবে। তারা ভাবে ক্ষমতায় থাকা তাদের জন্মগত অধিকার। হাসিনার বদলে কেয়ারটেকার, ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট হবে। সেই সাথে একটি মিথ্যা বায়োবিও মামলায় কারারুদ্ধ ৩ বারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী এ দেশের গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশনেতা তারেক রহমানকে বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করাতে হবে। এ দাবিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে তীব্র গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।

রবিবার (১৫ মে) বিকাল ৩টায় খালিশপুর থানা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারস বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল নেতা নাজমুল হোসেন বাবু ও আরিফুজ্জামান আরিফ এর নি:শর্ত মুক্তির দাবীতে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনা বলেন, বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে এদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আসবে। এ সরকারকে অবিলম্বে পদত্যাগে বাধ্য করা হবে। দেশের জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে নেতা-কর্মীরা যখন রাজপথে সক্রিয় ঠিক সেই মূহুর্তে খুলনার ঐক্যবদ্ধ বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত একটি চক্র। আর তদেরই হয়েই পুলিশ প্রশাসনের ভিতর লুকিয়ে থাকা আওয়ামী লীগের এজেন্টরা বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতারে মাঠে নেমেছে। যার অংশ হিসেবে খালিশপুর থানা যুবদল নেতা নাজমুল হোসেন বাবু ও আরিফুর রহমান আরিফকে গ্রেফতার করেছে। তিনি অবিলম্বে যুবদলের দুই নেতার নি:শর্ত মুক্তির দাবি জানান।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খালিশপুর থানার সাংগঠনিক টিম প্রধান কাজী মো. রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির ও আবু হোসেন বাবু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে স ম আ রহমান, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, আবুল কালাম জিয়া, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন,  মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, বিএনপি নেতা শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী মিজানুর রহমান, জহর মীর, শেখ ইমাম হোসেন, আহসান উল্লাহ বুলবুল, এড. মোহাম্মাদ আলী বাবু, আবু সাইদ হাওলাদার আব্বাস, আব্দুস সালাম, কাজী শাহ নেওয়াজ নিরু, ফারুক হোসেন হিল্টন, মো. জাহিদ হোসেন, শফিকুল ইসলাম শফি, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, কানিজ ফাতেমা আমিন, মতলেবুর রহমান মিতুল, খোদা বক্স কোরাইশী কালু, তসলিম উদ্দিন মাষ্টার, মশিউর রহমান পটা, কাজী নেহিবুল ইসলাম নেহিম, ইঞ্জি. নূরুল ইসলাম বাচ্চু, নুরুজ্জামান নিশাত, আব্দুল আজিজ সুমন, ইউসুফ মোল্লা, গোলাম মোস্তফা ভুট্টো, আনজিরা খাতুন, জাহিদুল ইসলাম বাচ্চু,আলাউদ্দিন তালুকদার, শাহানাজ সরোয়ার, নিঘাত সীমা, এস কে মাহমুদ আলী, ডাক্তার শ্যামল, মুজিবর রহমান, রফিকুল ইসলাম রফিক, শেখ মিজানুর রহমান, সাকিরুল্লাহ তুহিন, শেখ মাহমুদ আলী।