UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাইকগাছায় ৩দিনের করোনা সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন

usharalodesk
এপ্রিল ১৪, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় দ্বিতীয় দফার লকডাউন কার্যকর ও করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক ৩দিনের প্রচারাভিযানের আয়োজন করেছে জেলা প্রশাসন। ৩দিনের এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা এসডিজি ফোরাম।
বুধবার (১৪ এপ্রিল) সকালে প্রচারাভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল
কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দীন, কানুনগো মোজাম্মেল হক, উপজেলা এসডিজি ফোরামের সদস্য সচিব সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ ও যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর, যুবলীগনেতা এম.এম. আজিজুল হাকিম ও ফোরামের সদস্য মোনালিসা। উদ্বোধনের পর ইজিবাইকে পৌর সদর সহ গদাইপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে সচেতনতামূলক মাইকিং করা হয়।

(ঊষার আলো-এমএনএস)