UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় দ্বিতীয় দফার প্রথম দিনের লকডাউন শতভাগ কার্যকর

usharalodesk
এপ্রিল ১৪, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনের লকডাউন তেমন কোন অভিযান ছাড়াই প্রায় শতভাগ কার্যকর হয়েছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ওয়েভ রুখতে সরকার পর পর দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করে। ইতোমধ্যে প্রথম সপ্তাহের লকডাউন অনেকটাই অকার্যকর অবস্থার মধ্য দিয়ে শেষ হয়। এরপর ১৪ এপ্রিল থেকে দ্বিতীয় সপ্তাহের লকডাউন ঘোষণা করে। দ্বিতীয় সপ্তাহের লকডাউন শতভাগ কার্যকর করতে উপজেলা প্রশাসন ও উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি, থানা পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পূর্ব থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। বিশেষ করে এলাকায় মাইকিংসহ নানাভাবে সচেতনতামূলক প্রচার করা হয় এবং বলা হয়, কোন জরুরী প্রয়োজন ছাড়াই ঘরের বাইরে বের হলে এবং সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় প্রশাসনের এ ধরণের জনসচেতনতামূলক প্রচার-প্রচারণার কারণে তেমন কোন অভিযান ছাড়াই প্রথম দিনের লকডাউন অনেকটাই শতভাগ কার্যকর হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, বুধবার সকাল থেকে দুরপাল্লার কোন গণপরিবহন চলাচল করেনি। ছোট ছোট যানবাহনও ছিল অনেকটাই নিয়ন্ত্রিত। পৌর সদরের দুই একটি ঔষধের দোকান ছাড়া তেমন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা ছিল না।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, প্রথম দিনের লকডাউন এবং পহেলা বৈশাখ একই দিন হওয়ায় লকডাউন কার্যকর নিয়ে কিছুটা শংকা থাকলেও স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ীসহ সকলের সর্বাত্মক সহযোগিতা থাকায় প্রথম দিনের লকডাউন শতভাগ কার্যকর হয়েছে বলে মনে করছি। আশা করছি, পরবর্তী দিনগুলোর লকডাউন শতভাগ কার্যকর হবে।

(ঊষার আলো-এমএনএস)