UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে জেলা শাখার দোয়া ও কেক কাটা

koushikkln
মে ২২, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা শাখার উদ্যোগে রবিবার (২২ মে) খুলনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আছর বাদ কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত এবং মৎস্য বান্ধব সফল প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ও তাঁর পরিবারের সুস্থতা কামনা এবং খুলনা জেলা মৎস্য সেক্টরে প্রয়াত সকলের স্মরণে মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে খুলনা জেলা আহ্বায়ক মৎস্য উন্নয়ন ও সমবায় ব্যক্তিত্ব মোল্লা সামছুর রহমান (শাহীন)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সরকারের সকল সহযোগিতা অব্যাহত থাকবে। সদস্য সচিব আসাদুজ্জামান কচির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা মোজাফফর আহমেদ, খুলনা জেলা শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মিজানুর রহমান, জেলা মৎস্যজীবী লীঘ নেতা প্রভাষক ব্রজেন হালদার, অনিরুদ্র কুমার বাহাদুর, জি এম কামরুল ইসলাম, শেখ শাকিল হোসেন, আসাদুজ্জামান মুকুল, জুয়েল সরদার, রূপসা উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম মোস্তাফিজুর রহমান, বাসুদেব দেবনাথ, আবু সালে আহমেব¥দ, বুলুরানী ম-ল, নীলিমা চক্রবর্ত্তী, চম্পারানী হালদার, মুসা লস্কর, ডাঃ ইছা দাবির, হাসনা হেনা, রতœা বিশ্বাস, সঞ্চিতা রায়, মাসুদ পারভেজ বাপ্পী, লিমা খাতুন, আশরাফ আলী রাজ, মোঃ ইসরাইল শেখ প্রমুখ।