UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু

pial
মে ২৭, ২০২২ ৮:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : খুলনায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান বাচ্চু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) নগরীর হরিণটানা থানার জিরোপয়েন্ট শিকদার মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাচ্চু নগরীর দারোগাপাড়া এলাকার বাসিন্দা মাহাবুবের ছেলে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিণটানা থানার পুলিশ জানায়, বাচ্চু দুপুর ২ টার দিকে জিরোপয়েন্ট থেকে রাস্তা পার হয়ে শিকদার মার্কেটের দিকে যাচ্ছিলেন। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। কয়েকজন পথচারী থানায় খবর দিলে গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়‌নি।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক জানান, দুর্ঘটনায় নিহতের কোমর থেকে পা পর্যন্ত একদম ড‌্যা‌মেজ হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে খুমেক হাসপাতালে নেওয়া হলেও সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি খুমেক হাসপাতালের মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষ হলে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঊষার আলো-এসএইস)