UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফিরলেন কেসিসি মেয়র : খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

koushikkln
মে ২৭, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আমি তালুকদার আব্দুল খালেক খুলনার সর্বস্তরের মানুষের কাছে ঋনী। আমি দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও খুলনাবাসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের অপরিসীম ভালোবাসা ও দোয়ায় সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা গ্রহণ করে শুক্রবার (২৭ মে) দেশে ফিরেছি। আমি এখন সুস্থ্য। তবে চিকিৎসক আমাকে আরো ২০ দিন সম্পূর্ণ বাসায় বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এ সময়ে কারো সাথে দেখা করা বা দলীয়, সরকারি-বেসরকারি বা সামাজিক কোন কাজে যোগদান করা যাবে না। এমনকি কারো সাথে দেখা করাও নিষেধ করেছেন চিকিৎসক। আপনারা আমাকে ভালোবেসে আমার জন্য অনেক দোয়া করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ও ঋনী। আর মাত্র ২০টি দিন আমার সুস্থ্যতার জন্য একটু ত্যাগ স্বীকার করতে আপনাদের বিশেষ ভাবে অনুরোধ করছি। ইনশাল্লাহ আমি ২০দিন পরে আপনাদের সাথে পূর্বের মত খুলনার উন্নয়নে কাঁধে কাঁধ রেখে কাজ করবো। আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন।

 ২০ দিন দেখা সাক্ষাৎ নিষেধ : এমডিএ বাবুল রানা

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক উন্নত চিকিৎসা শেষে শুক্রবার দেশে ফিরেছেন। তাঁকে আরো ২০দিন সম্পূর্ণ বাসায় বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এ সময়ে তিনি দলীয় নেতাকর্মীসহ সরকারি-বেসরকারি, সামাজিক কোন প্রতিষ্ঠানের ব্যক্তিদের সাথে দেখা করা বা কোন কাজে যোগদান না করার জন্য পরামর্শ দিয়েছেন। সুতরাং দলের এবং খুলনার মানুষের স্বার্থে আগামী কুড়ি দিন কেউ তার সাথে দেখা না করে সুস্থ্যতার জন্য সহযোগিতা করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।