UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিয়াল মারতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল শিশুর

usharalodesk
মে ২৯, ২০২২ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :শিয়ালের হাত থেকে মুরগী বাঁচাতে খামারে পাতা হয়েছিল বৈদ্যুতিক ফাঁদ। আর সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (২৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম শিবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতি ওই গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।প্রত্যক্ষদর্শীরা জানায়, তালম শিবপাড়া গ্রামের আবু তালেব তার খামারে ব্রয়লার মুরগী পালন করে আসছেন। শিয়ালের হাত থেকে মুরগী বাঁচাতে তিনি খামারের চারপাশে জিআই তার পেঁচিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে শিশু জান্নাতি ওই খামারের পাশে আম কুড়োতে যায়। এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, মুরগীর খামারের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানাতে পারব।

ঊষার আলো-এসএ