UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আরো এক দফা বাড়ল ডিমের দাম

pial
মে ৩০, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : সকল পণ্যের দাম যখন বাড়ছে তখন থেমে নেই ডিমের বাজারও। কয়েক সপ্তাহের ব্যবধানে দফায় দফায় বাড়ছে ডিমের দাম।

রাজধানীর ভাটার সোলমাইদ, নতুন বাজার ও বাড্ডাসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ ব্যবধানে ডজন প্রতি দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। তবে এক সপ্তাহ আগেও ডিমের ডজন ছিল ১১০ থেকে ১১৫ টাকা।
অন্যদিকে দোকানগুলোতে হালি ৪৫ টাকা হিসেবে বিক্রি হচ্ছে।

এক সপ্তাহের ব্যবধানে লাল ডিম ডজন প্রতি ১১০ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে। হাঁসের ডিম ১৩০ টাকা থেকে ১৬০ টাকা এবং দেশি মুরগির ডিম যেন আগুন। ১৭০ টাকা ডজন থেকে এখন ১৯০ টাকায় এসে দাঁড়িয়েছে।

উৎপাদন বা সরবরাহে ব্যাঘাত না ঘটায়ও ডিমের দাম বাড়ায় হতাশ নিম্ন ও মধ্যবিত্তরা। ডিমের দাম বেড়ে যাওয়া সম্পর্কে খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, কম চাহিদার মৌসুমে এতোদিন তারা ডিমে যে পরিমাণ লোকসান গুনেছেন, এখন দাম বাড়িয়ে তার কিছুটা সমন্বয়ের চেষ্টা করছেন।

(ঊষার আলো-এসএইস)