UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

koushikkln
জুন ২, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উৎসবমুখর পরিবেশে পাইকগাছায় স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ জুন) সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

হরিঢালী ইউনিয়নের ৫নং সলুয়া গোলাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়টিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১১৯ জন ভোটারের মধ্যে ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী আনিকা কর্মকার প্রাপ্তি (৭৬ ভোট) কেবিনিট মিনিস্টার নির্বাচিত হয়েছে। এছাড়া রাকিবুল হাসান রিযাল (৬১ ভোট), রাফসান আলভী (৫৯ ভোট), নুসরাত লামিয়া (৪৩ ভোট), শিহাব সর্দার (৩৮ ভোট), হাসান মল্লিক (৩৬ ভোট) ও সালমান লিসান (৩৪ ভোট), পেয়ে নির্বাচিত হয়েছে।

নির্বাচন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছে শিক্ষার্থী নন্দিতা কর্মকার। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছে রায়হানুল আহম্মেদ অভি।

অপরদিকে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৬৫ জন ভোটারের মধ্যে ২৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছে।

নির্বাচনে সর্বোচ্চ ১৬০ ভোট পেয়ে ৫ম শ্রেণির সুমাইয়া তাবাসসুম প্রথম হয়েছে। নির্বাচিত অন্যান্যরা হলো, ৫ম শ্রেণির পর্ণা সেন, তামিম আহম্মেদ, ৪র্থ শ্রেণির জান্নাত নওরিন এশা, অভ্রনীল হালদার, তৃতীয় শ্রেণির আবু সাঈদ ও রিদিতা তাওরিন রাইশা। নির্বাচন পর্যাবেক্ষন করেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন, ফারুক হোসেন, ঝংকর ঢালী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ, সাধারণ সম্পাদক নূরুজ্জামান।

উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, শিক্ষক রনজুমানারা, গীতা রানী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, রতেœশ^র সরকার, শামিমা নাসরিন সিমা, আজমেরী সুলতানা, এসএম আমিনুর রহমান লিটু ও শাহানা ইয়াসমিন।