UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যারা দলের শৃঙ্খলা মানে না, তাদের কোন ছাড় নেই : আ.লীগ

koushikkln
জুন ২, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বলেছেন যারা দলের শৃঙ্খলা মানে না নির্দেশ মানে না তাদের কোন ছাড় নেই। জনগনই আমাদের শক্তি, আমরা জনগনের আস্থায় বিশ্বাসী। আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এক রাজকীয় মহোৎসব পালন করবে বাংলার জনগন। আমরাও সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে ইতিহাসের স্বাক্ষী হতে চাই। আপনারা দলের প্রত্যক নেতাকর্মী এই মাহেন্দ্রক্ষণে নিজেদের উপস্থিতি নিশ্চিত করবেন।

বৃহস্পতিবার (০২ জুন) সকাল সাড়ে ১০টায় ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত খুলনা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নেতৃবৃন্দ এ সব কথা বলেন।

নেতৃবৃন্দ আরো বলেন, খুলনা ভৌগলিক ও রাজনৈতিক কারনে একটি ঐতিহ্যবাহি ও গুরুত্বপূর্ণ জেলা। বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক জেলা হিসেবে খুলনাকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে। এরই ধারাবাহিকতায় খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা টেক্সটাইল ইন্সিটিটিউট, ক্যান্সার ইস্টিটিউট, বিকেএসপি, ভৈরব সেতু, সহ নানা মেগা প্রজেক্ট ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে এবং বেশ কিছু উন্নয়ন মূলক প্রজেক্ট চলমান রয়েছে।

আগামী নির্বাচনে দক্ষিণ-পশ্চিম অঞ্চল সহ দেশের উন্নয়ন ও জনগনের জানমাল, ভাত ও ভোটের অধিকার রক্ষাকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় আনতে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করুন। সকল ভেদাভেদ ভুলে, উন্নয়নের চাকা সচল রাখতে বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার কোন বিকল্প নেই।

জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজি জাফর উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে এ্যাড. মোঃ আমিরুল আলম মিলন এমপি, পারভিন জামান কল্পনা, এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারির পরিচালনায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, নারায়ন চন্দ্র চন্দ এমপি, আক্তারুজ্জামান বাবু এমপি, আব্দুস সালাম মূূর্শেদী এমপিসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ।