UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার দুদক ভবনের তৃতীয় তলায় আগুন : পুড়েছে কাগজপত্র

koushikkln
জুন ২, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা দুদক কার্ষালয়ে আগুন লেগে বেশকিছু ফাইল পত্র পুড়ে গেছে । দুদক কর্মকর্তারা বলেছেন, স্টোর রুমে রক্ষিত পুরনো ২/৩টি কক্ষের ফাইল, আসবাবপত্র পুড়ে গেছে। দমকল বাহিনী অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (০২ জুন) পৌনে ছয়টার দিকে ভবনের জানলা হতে ধোয়া বের হতে দেখে পাশ্ববর্তী দমকল বিভাগে দুটি ইউনিট আধাঘন্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

দুদকের ডিএডি কামরুজ্জামান জানান, আলমারিতে থাকা ১০/১৫ বছরের পুরোনো কিছু ফাইল পত্র বিনষ্ট হয়েছে।  ৫টায় অফিস ছুটি হওয়াই বেশীর ভাগ কর্মী অফিস ত্যাগ করে বাসায় চলে চান। তৃতীয় তলায় শব্দ এবং পরে ধোয়া দেখে পাশেই দমকল বিভাগে খবর দেয়া হয়। দমকল বিভাগ দরজার তালা,জানলার কাচঁ ভেঙ্গে  আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটি পুরনো হওয়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের আজিজুর রহমান জানান, ভবনটির তৃতীয় তলার কয়েকটি কক্ষে আগুন লেগেছিল। এতে কাগজপত্র পুড়ে গেছে। দমকল বিভাগ দ্রুত আসায় আগুন ছড়াতে পারেনি।